তাতারস্তানের রাজধানী কাজান রাশিয়ায় এই প্রথম শহর, যে ২০১৬ সালে স্কুল শিক্ষার্থীদের আন্তর্জাতিক আই.টি. প্রতিযোগিতার আয়োজন করবে. অলিম্পিক কমিটি আহুত প্রতিযোগিতায় কাজান জাপান ও আজারবাইজানের প্রতিদ্বন্দীদের পরাজিত করেছে. ‘রেডিও রাশিয়া’কে দেওয়া সাক্ষাতকারে তাতারস্তানের আই.টি.কেন্দ্রের অধ্যক্ষা তাতিয়ানা কামালিদ্দনভা বলছেন, যে কাজানের আবেদনপত্র ছিল সেরা.