রাষ্ট্রসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক শক্তিকে সোমালির সমুদ্র তট ভূমিতে পাহারা দেওয়ার কাজে এক করা দরকার, যাতে জলদস্যূদের খোলা সমুদ্রের বেরোনোর পথ বন্ধ হয়. এই ধরনের উদ্যোগ নিয়ে ভারতের জাহাজ চলাচল নিয়ন্ত্রণ দপ্তরের জেনেরাল ডিরেক্টর সতীশ অগ্নিহোত্রী বক্তৃতা দিয়েছেন. ভারতের সামুদ্রিক জলদস্যূদের সক্রিয় মোকাবিলা করার কাজে আগ্রহ দেখাই যাচ্ছে. বিষয়টি ব্যাখ্যা করেছেন আমাদের সমীক্ষক গিওর্গি ভানেত্সভ.