ইউরোপীয় সংঘ আলাপ-আলোচনার টেবিলে সিরিয়ার সংকটের সমাধানের ধারনায় অনড় এবং বিরোধীদের সেই সব দলকে সমর্থন করে, যাদের কাম্য গণতান্ত্রিক বিবর্তন. ব্রাসেলসে অনুষ্ঠিত ব্রিফিংয়ে এই কথা ঘোষণা করেছেন ইউরো কূটনীতি দপ্তরের প্রধান ক্যাথরিন এ্যাশটনের সরকারী মুখপাত্র মাইকেল মান. তার কথায়, ইউরোপীয় সংঘ যে কোনো সহযোগিতা করতে রাজি সেই সব দলের সাথে, যারা সিরিয়ায় সর্বাগ্র গণতান্ত্রিক পরিবর্তনের স্বপক্ষে মতপ্রকাশ করে.