আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখা – বেজিংয়ে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষবৈঠকের প্রধান আলোচ্য বিষয়. এই সমস্যা ৬ই জুন রাশিয়া, চিন ও চারটি মধ্য এশিয়ার দেশের প্রধানরা তাঁদের নিজস্ব অধিবেশনে আলাদা করে আলোচনা করেছেন. বৃহস্পতিবারে এই আলোচনায় যোগ দিতে চলেছেন পর্যবেক্ষক দেশ গুলির নেতারা – মঙ্গোলিয়া, ভারত, পাকিস্তান ও ইরানের থেকে.