ইন্টারনেট সাইট গুগল সিরিয়ার ইডলিব ও হোমস শহরের কিছু রাস্তা ও স্কোয়ারের নাম পাল্টে দিয়েছে. তারই সঙ্গে আল- আসাদ জলাধারের নামও পাল্টে দিয়েছে. গুগল এই নাম পাল্টে রেখেছে সিরিয়ার জলাধার বলে. এটা কি ছাপার ভুল, ইচ্ছা করে ভুল খবর দেওয়া, নাকি আগে থেকেই কোন ঘটনা কি রকমের হবে, তা ঠিক করে দেওয়ার চেষ্টা?