আজ পাকিস্তানের সুপ্রীম কোর্ট দেশের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির বিরূদ্ধে আদালতের সিদ্ধান্ত অমান্য করার অভিযোগ এনেছে. পাক দূরদর্শন চ্যানেলগুলি জানাচ্ছে, যে গিলানি কয়েকবছর আগে রাষ্ট্রপতি সহ দেশের একসারি উচ্চস্তরের রাজনৈতিক নেতার বিরূদ্ধে নতুন করে দুর্নীতির মামলা শুরু করার নির্দেশ অমান্য করেছেন. আজ গিলানি আদালতে হাজির হযেছেন, তাকে সুপ্রীম কোর্টের নির্দেশ অগ্রাহ্য করার জন্য দোষারোপ করা হচ্ছে.