×
South Asian Languages:
পাকিস্তান, 8 নভেম্বর 2011
ঐস্লামিক বিশ্বে ও দক্ষিণ এশিয়াতে পাকিস্তান রাশিয়ার এক গুরুত্বপূর্ণ সহযোগী দেশ বলে উল্লেখ করেছেন রশ প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন. এই বিষয়ে তিনি ঘোষণা করেছেন সেন্ট পিটার্সবার্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রেজা গিলানির সঙ্গে সাক্ষাত্কারের সময়ে. বিষয় নিয়ে বিশদ করে লিখেছেন আমাদের সমীক্ষক গিওর্গি ভানেত্সভ. পাকিস্তান এক প্রভাবশালী মুসলিম দেশ. মুসলিম বিশ্বে তাদের প্রভাব খুবই উল্লেখ যোগ্য.
সাংহাই সহযোগিতা সংস্থা র সদস্য দেশ গুলির মধ্যে অর্থনৈতিক ভেক্টর শক্তিশালী করার প্রয়োজন রয়েছে ও এই সংস্থার এক শক্তিশালী পরিকাঠামোর জাল তৈরী করার দরকার রয়েছে. এই বিষয়ে ঘোষণা করেছেন রুশ প্রশাসনের প্রধান ভ্লাদিমির পুতিন সংস্থার দেশ গুলির প্রশাসন প্রধানদের শীর্ষ সম্মেলনে, যা আয়োজন করা হয়েছিল সেন্ট পিটার্সবার্গের উপকণ্ঠে কনস্তানতিন প্রাসাদে.
রাশিয়া পাকিস্তানকে দক্ষিম-পূর্ব এশিয়ায় এবং গোটা ঐস্লামিক দুনিয়ায় আস্থাশীল ও গুরুত্বপূর্ণ শরিক হিসাবে গণ্য করে. গতকাল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রেজা গিলানির সাথে ব্যক্তিগত সাক্ষাত্কারে রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন এই মন্তব্য করেছেন. তারা গতকাল সেন্ট-পিটার্সবার্গে শাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষবৈঠক সমাপ্ত হওয়ার পরে সাক্ষাত করেন. পাকিস্তান উক্ত সংস্থায় আপাততঃ পর্যবেক্ষকের ভূমিকায়.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30
নভেম্বর 2011
ঘটনার সূচী
নভেম্বর 2011
3
5
6
9
11
12
13
17
19
20
21
24
26