সিরিয়াতে আবার গণহত্যা করা হয়েছে. বুধবারে হামা শহরের কাছে দুটি গ্রামে প্রায় ১০০ মানুষকে হত্যা করা হয়েছে. প্রতি দ্বিতীয় নিহত ব্যক্তি হয় নারী অথবা শিশু, কয়েক জনকে কেটে ফেলা হয়েছে অথবা পুড়িয়ে মারা হয়েছে. সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে যে, সিরিয়ার সামরিক বাহিনী এই গ্রাম দুটির জনগনের সাহায্যের জন্য এসে যখন পৌঁছেছিল, তখন বহু নিরীহ মানুষকেই জঙ্গীরা খুন করে ফেলেছিল.