সিরিয়া সমস্ত আন্তর্জাতিক ব্যবস্থার জন্যেই নমনীয়তার পরীক্ষা হতে পারে. একই সময়ে দেশ নিজেই গৃহ যুদ্ধের পরীক্ষা সহ্য করতে না পারতেও পারে. ভিয়েনাতে আফগানিস্তান থেকে পাচার হওয়া মাদক দ্রব্যের মোকাবিলা নিয়ে সম্মেলনের আগে রাশিয়া ও অস্ট্রিয়ার পররাষ্ট্র প্রধান সের্গেই লাভরভ ও মিখায়েল শ্পিনদেলেগ্গের নিকট প্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন.