আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে রোববার দুটি বোমা হামলায় অন্তত ৪ জন নিহত ও আরও ১৫ জন আহত হয়েছে. স্থানীয় পুলিশের বরাত দিয়ে বার্তাসংস্থা ফ্রান্স প্রেস জানায়, কান্দাহার প্রদেশের স্পিন বলদাক শহরে উপজাতীয় শীর্ষ নেতাদের এক বৈঠক চলাকালে ওই হামলা চালানো হয়. প্রাদেশিক পুলিশ কর্মকর্তা ফাইসাল জাভিদ জানান, হামলা হয় শহর পরিচালনা কেন্দ্রের ভিতরে.