২০১১ সালের ফলাফল অনুযায়ী রাশিয়া বিশ্বে বতসোয়ানার পরে দ্বিতীয় সর্বাধিক হীরে উত্পাদন কারী দেশ হয়েছে. তৃতীয় স্থানে রয়েছে কানাডা, আর চতুর্থ স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা. রাশিয়ার কোম্পানীদের জন্য, প্রথমতঃ বিশ্বের এক অন্যতম প্রধান কোম্পানী আলরোসা ৩ কোটি ৫০ লক্ষ ক্যারেটেরও বেশী হীরে উত্পাদন করেছে, যার অর্থমূল্য প্রায় দু শো ৭০ কোটি ডলারের সমান.