থাইল্যান্ডে সন্ত্রাসবাদী হানার লক্ষ্য ছিল এই দেশে ইজরায়েলের রাষ্ট্রদূত ও তার চক্র তৈরী করেছে ইরান. এই বিষয়ে ইজরায়েলের সরকার একেবারেই নিশ্চিত. তেহরান এই অভিযোগ অস্বীকার করেছে. তার ওপরে আবার ইরানের স্বরাষ্ট্র দপ্তরের সরকারি প্রতিনিধি রহমান মেহমানপারাস্ত ইঙ্গিত করেছেন যে, এই বিষয়ে ইজরায়েল নিজেই জড়িত. মঙ্গলবারে ব্যাঙ্ককে বিস্ফোরণ গুলি হয়েছিল.