×
South Asian Languages:
দক্ষিণ পূর্ব এশিয়া, 8 নভেম্বর 2011
ঐস্লামিক বিশ্বে ও দক্ষিণ এশিয়াতে পাকিস্তান রাশিয়ার এক গুরুত্বপূর্ণ সহযোগী দেশ বলে উল্লেখ করেছেন রশ প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন. এই বিষয়ে তিনি ঘোষণা করেছেন সেন্ট পিটার্সবার্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রেজা গিলানির সঙ্গে সাক্ষাত্কারের সময়ে. বিষয় নিয়ে বিশদ করে লিখেছেন আমাদের সমীক্ষক গিওর্গি ভানেত্সভ. পাকিস্তান এক প্রভাবশালী মুসলিম দেশ. মুসলিম বিশ্বে তাদের প্রভাব খুবই উল্লেখ যোগ্য.
সাংহাই সহযোগিতা সংস্থা র সদস্য দেশ গুলির মধ্যে অর্থনৈতিক ভেক্টর শক্তিশালী করার প্রয়োজন রয়েছে ও এই সংস্থার এক শক্তিশালী পরিকাঠামোর জাল তৈরী করার দরকার রয়েছে. এই বিষয়ে ঘোষণা করেছেন রুশ প্রশাসনের প্রধান ভ্লাদিমির পুতিন সংস্থার দেশ গুলির প্রশাসন প্রধানদের শীর্ষ সম্মেলনে, যা আয়োজন করা হয়েছিল সেন্ট পিটার্সবার্গের উপকণ্ঠে কনস্তানতিন প্রাসাদে.
  চীনে এইমুহুর্তে প্রায় ৪৯ হাজার মানুষ বসবাস করে, যাদের বয়স ১০০ বছরেরও বেশি. আজ চায়না ডেইলি সংবাদপত্র এই তথ্য জানিয়েছে. চলতি বছরে গত বছরের তুলনায় চীনে শতায়ু লোকের সংখ্যা ৫২২৮ জন বেড়েছে. ২০১১ সালে পৃথিবীর সবচেয়ে বয়স্কা চীনা লো মেইঝেনের ১২৬ বছর বয়স পূর্ণ হয়েছে. আর গুইঝোউ প্রদেশে পৃথিবীর সবচেয়ে বয়স্ক দম্পতি বাস করে. তাদের সম্মিলিত বয়স ২১৩ বছর.
লোহিত সাগরে দুই দেশের সামুদ্রিক সীমান্তের মধ্যে দিয়ে অক্টোবরের শেষদিকে ২০ জনেরও বেশি লোক উত্তর কোরিয়া থেকে দক্ষিণ কোরিয়ায় অনুপ্রবেশ করেছে. দক্ষিণ কোরিয়ার সরকারের সূত্র ধরে সে দেশের সংবাদমাধ্যমগুলি এই খবর জানিয়েছে. গত ৩০শে অক্টোবর দক্ষিণ কোরিয়ার সীমান্তরক্ষীরা তাদের সামুদ্রিক সীমান্তে একটা রবারের ভেলা আবিস্কার করে, যেখানে একজন উত্তর কোরিয় ছিল.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30
নভেম্বর 2011
ঘটনার সূচী
নভেম্বর 2011
5
10
11
12
13
16
20
24
26
29