×
South Asian Languages:
মহামারী, আগষ্ট 2011
ব্রিটেনের কাগজ ফাইনান্সিয়াল টাইমস লিখছে যে, মুহম্মর গাদ্দাফির প্রশাসনের পতনের পরে লিবিয়া অশান্তই থাকবে. একটা বিষয় হল রাজাকে মেরে ফেলে তার পুরনো শাসনকে ভেঙে ফেলা – কিন্তু সম্পূর্ণ অন্য ও কঠিন বিষয় হল, তার বদলে কিছু একটা ভাল দেওয়া ও দীর্ঘস্থায়ী শান্তি বজায় রাখা. এই কথা মার্কিন পররাষ্ট্র পরিষদের প্রধান রিচার্ড হাস কে উত্স বলে প্রকাশ করা হয়েছে.
মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি বারাক ওবামা ঘোষণা করেছেন যে, লিবিয়ার নেতা মুহম্মর গাদ্দাফির প্রশাসন তাদের পতনের সমস্ত লক্ষণই দেখিয়েছে, এই খবর দিয়েছে ব্রিটেনের সংবাদ সংস্থা বি বি সি সোমবার. ওবামা গাদ্দাফিকে লিবিয়ার ওপরে যে তার কোন নিয়ন্ত্রণ আর নেই, তা স্বীকার করতে বলেছেন, যাতে পরবর্তী রক্ত ক্ষয় বন্ধ করা সম্ভব হয়.মার্কিন রাষ্ট্রপতির কথামতো, লিবিয়ার ভবিষ্যত এখন লিবিয়ার মানুষদের হাতেই.
বিশ্বে খাদ্য দ্রব্যের দাম গত বছরের জুলাই মাসের চেয়ে শতকরা ৩৩ ভাগ বেড়ে গিয়েছে ও ২০০৮ সালের সবচেয়ে দামী সময়ের মতো হয়েছে, আর খাবারের ভাণ্ডার অনেকটাই সংকুচিত হয়েছে. এই ধরনের তথ্য নিজেদের মাসিক রিপোর্টে উল্লেখ করেছে বিশ্ব ব্যাঙ্ক. প্রসঙ্গতঃ, এই সংস্থার বিশেষজ্ঞদের মতে, মূল্যবৃদ্ধি হওয়ার ক্ষেত্রে খুবই বড় ভূমিকা নিয়েছে ভুট্টা, চিনি ও গমের দা.
আমেরিকার অর্থনীতিকে  - বিশ্বের বৃহত্তম অর্থনীতিকে ভারসাম্য দেওয়া – যা ডিফল্টের সীমানায় এসে দাঁড়িয়েছিল, তা বিশ্বকে আশঙ্কায় উদ্বিগ্ন করে অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে বাধ্য করেছিল. নতুন বিশ্ব সঙ্কটের বিপদ এখন আগের চেয়ে অনেক বাস্তব ঠেকেছে, বিশেষ করে ইউরোপীয় সঙ্ঘের দক্ষিণের প্রান্তে. মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সমস্যার অনেক কারণই বলা হয়ে থাকে.
জাপান সফরে গিয়ে বান গী মুন সোমবারে ফুকুসিমা অঞ্চলের লোকেদের সঙ্গে দেখা করেছেন, যাঁরা বর্তমানে উদ্বাস্তু. মার্চ মাসে ফুকুসিমা – ১ পারমানবিক কেন্দ্রের বিপর্যয়ের পরে প্রায় আশি হাজার লোককে সরিয়ে দেওয়া হয়েছিল. ফুকুসিমা শহরের এক খেলাধূলার জন্য স্টেডিয়ামে, যেখানে প্রায় ৩০০ উদ্বাস্তু বর্তমানে রয়েছেন, সেখানে বান গী মুন গিয়েছিলেন. মহাসচিবের কোটে একটি ব্যাজ ছিল, যাতে লেখা ফুকুসিমা লড়াই চালিয়ে যাও!
জার্মানীর পররাষ্ট্র দপ্তর এক ঘোষণায় উচ্চপদস্থ লিবিয়ার কূটনীতিবিদ হিশাম আলি- শারীফকে সেই দেশে প্রবেশ করার জন্য অনধিকার যোগ্য বলেছে. তাঁর ও পরিবারকে দেশ ছেড়ে যেতে বলা হয়েছে. এই ধরনের পদক্ষেপ মন্ত্রণালয় ঘোষণা করেছে লিবিয়ার নেতা মুহম্মর গাদ্দাফির প্রতি তাঁর অনুরক্তির জন্যই নেওয়া হয়েছে.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31
আগষ্ট 2011
ঘটনার সূচী
আগষ্ট 2011
2
3
4
5
6
7
9
10
12
13
14
15
16
17
19
20
21
24
25
26
27
28
29
30
31