|
|
ফিলিপাইনস দ্বীপপূঞ্জে ভয়াবহ অতিকায় ঘূর্ণিঝড় “হাইয়ান” দশ হাজারের বেশী লোকের মৃত্যুর কারণ হয়েছে. এর পরেও ফিলিপাইনসের প্রশাসন আশঙ্কা করেছে যে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে. সহায়তা ও বিপর্যয়ের পরিণাম দূর করার কাজে রাশিয়ার বিপর্যয় নিরসন দপ্তরের ত্রাণ কর্মীরা উড়ে গিয়েছেন. দুটি মাল বাহী উড়োজাহাজ ইল- ৭৬ সেখানে বিপর্যয়গ্রস্থ এলাকাতে চলমান হাসপাতাল ও তারই সঙ্গে চিকিত্সক দল পৌঁছে দেবে, সঙ্গে যাচ্ছেন একদল মনোবিশারদ ও “সেন্ট্রোস্পাস” নামের দলের ত্রাণ কর্মীরা.