|
|
সিরিয়ার হোমস প্রদেশে সন্ত্রাসের শিকার হয়েছে ২০ জনেরও বেশি লোক. নিহতদের মধ্যে – পাঁচজন শিশু. বহু আহত-কে হাসপাতালে ভর্তি করা হয়েছে.
ফিলিপাইনের ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক “হাইয়ান” সুপার-টাইফুনে নিহতদের সংখ্যা ৬০০৯ জন পর্যন্ত বেড়েছে, এখনও নিখোঁজ রয়েছে প্রায় ১৮০০ জন, শুক্রবার জানিয়েছে স্থানীয় উদ্ধার-কর্মীরা.
২০১৩ সালে বিশ্বে রেকর্ড পরিমাণে দানাশষ্য উত্পাদিত হতে যাচ্ছে. রাষ্ট্রসঙ্ঘের খাদ্যদ্রব্য ও কৃষি সংস্থার অনুমান অনুযায়ী নতুন বছরের আগেই বিশ্বে আড়াইশো কোটি টন বিভিন্ন ধরনের দানাশষ্য তোলা সম্ভব হতে চলেছে. এটা গত বছরের চেয়ে শতকরা আট শতাংশ বেশী. তারই মধ্যে এই সংস্থা সাবধান করে দিচ্ছে যে, খাদ্য নিরাপত্তা নিয়ে পরিস্থিতি এশিয়া ও আফ্রিকার অনেক অংশেই খারাপ হতে চলেছে.
ফিলিপাইনে সুপার টাইফুন ‘হাইয়ান’-এর আঘাতে মৃতের সংখ্যা বেড়ে সাড়ে ৫ হাজারে উন্নীত হয়েছে। শনিবার দেশটির জাতীয় প্রাকৃতিক দূর্যোগ নিয়ন্ত্রণ পরিষদ কাউন্সিলের এক বিবৃতিতে এ তত্য জানানো হয়।
ফিলিপাইনে বুধবার রিখটার স্কেলে ৫ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।
মস্কোর দক্ষিণ-পূর্বাআঞ্চলীয় এলাকায় একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডে ফায়ার সার্ভিসের ২ কর্মী নিহত হয়েছেন। শনিবার রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকের একটি যাত্রীবাহি বিমান নামিবিয়ায় বিধ্বস্ত হয়েছে।
ফিলিপাইনে ধ্বংসাত্মক “হাইয়ান” টাইফুনে নিহতদের সংখ্যা ৫৫৬০ জনে পৌঁছেছে, বৃহস্পতিবার জানিয়েছে স্থানীয় প্রচার মাধ্যম সরকারী তথ্যের উদ্ধৃতি দিয়ে.
ফিলিপাইনে সুপার টাইফুন ‘হাইয়ান’-এর আঘাতে মৃতের সংখ্যা বেড়ে সাড়ে ৫ হাজারে উন্নীত হয়েছে। দেশটির জরুরি পরিস্থিতি নিয়ন্ত্রণ সংস্থার বরাত দিয়ে অনলাইন পত্রিকা জিএমএ বুধবার খবর জানিয়েছে।
এর আগে নিহতের সংখ্যা ৫ হাজার ২’শ বলে জানানো হয়েছিল।
রাষ্ট্রসঙ্ঘ আয়োজিত আবহাওয়া সংক্রান্ত সম্মেলন, যা ওয়ারশ শহরে ১১ থেকে ২৩শে নভেম্বর পর্যন্ত হয়েছে, তাতে কোন নতুন উন্নতি দেখতে পাওয়া যায় নি. এই আলোচনার লক্ষ্য ছিল আবহাওয়া নিয়ে নতুন করে চুক্তির বয়ান তৈরী করা, যা ২০২০ সালে কিয়োটো প্রোটোকলের জায়গা নেবে. কিন্তু এই প্রশ্ন নিয়ে প্রতিনিধি দলেরা এমনকি আলোচনার সূত্রপাত পর্যন্ত করেন নি.
এই সম্মেলনে যাঁরা অংশ নিয়েছেন, তাঁরা সহমতে এসেছেন যে, আগামী বছরে এই বিষয়ে আলোচনা চালিয়ে যাবেন. আর এটাই প্রায় দুই সপ্তাহ ধরে ১৯০টি দেশ থেকে আসা প্রতিনিধি দলের কাজের মূল পরিণাম. তাও একেবারে শেষ মুহূর্তে সর্বসম্মতি ক্রমে সিদ্ধান্ত করা সম্ভব হয়েছে মাত্র কয়েকটি দলিল নিয়েই, এই কথা উল্লেখ করে রাশিয়ার প্রতিনিধি দলের প্রধান আলেকজান্ডার বেদরিত্শকি বলেছেন:
ফিলিপাইনে সুপার টাইফুন হাইয়ানের আঘাতে অন্তত ৫০ লাখ শিশু ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। শুধু ১০ লাখ শিশু অনাহারে থাকার জন্য অসুস্থ হয়ে পড়েছে। জাতিসংঘের মানবিক সাহায্য সংক্রান্ত সমন্বায়ক ভালেরি আমোস সাংবাদিকদের এ কথা বলেন। এ সপ্তাহে ফিলিপাইনের দূর্যোগ কবলিত এলাকা পরিদর্শন করেন।
চীনের পূর্বাঞ্চলীয় কিংডাও শহরে সিনোপেক করপোরেশনের মাটির নিচের তেল পাইপলাইন বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৪০ জনে উন্নীত হয়েছে। এছাড়া আরো ১৩৬ জনকে আহতবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লাতভিয়ার রাজধানী রিগা শহরে একটি সুপার মার্কেটের ছাদ ধ্বসে পড়েছে, ধ্বংসস্তূপের নীচে মানুষ চাপা পড়েছে. আজ সন্ধ্যায় এই খবর দিয়েছেন বাল্টিক সমুদ্র তীরের এই দেশের অ্যাম্বুলেন্স পরিষেবার ডেপুটি ডিরেক্টর মার্তিনশ শিত্স.
ফিলিপাইনে সুপার টাইফুন ‘হাইয়ান’-এর আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ছাড়িয়েছে। গত ৮ নভেম্বর আঘাতহানা ওই প্রলয়ংকারীঘূর্ণিঝড়ে ৪ হাজার ১১ জনের নিহত হওয়ার খবর পাওয়া যায়। বুধবার সরকারি এক ঘোষণায় এ তথ্য জানানো হয়।
ফিলিপাইনে টাইফুন হাইয়ানে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে ঔষধ ও খাদ্রসামগ্রী পৌঁছাতে শুরু করেছে। ফিলিপাইনে ঘূর্ণিঝড় হাইয়ানে ক্ষতিগ্রস্ত নাগরিকদের ত্রাণ সহায়তার জন্য ৩০ কোটি ১০ লাখ ডলার সাহায্যের আবেদন জানিয়েছে জাতিসংঘ।
ফিলিপাইনস দ্বীপপূঞ্জে ভয়াবহ অতিকায় ঘূর্ণিঝড় “হাইয়ান” দশ হাজারের বেশী লোকের মৃত্যুর কারণ হয়েছে. এর পরেও ফিলিপাইনসের প্রশাসন আশঙ্কা করেছে যে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে. সহায়তা ও বিপর্যয়ের পরিণাম দূর করার কাজে রাশিয়ার বিপর্যয় নিরসন দপ্তরের ত্রাণ কর্মীরা উড়ে গিয়েছেন. দুটি মাল বাহী উড়োজাহাজ ইল- ৭৬ সেখানে বিপর্যয়গ্রস্থ এলাকাতে চলমান হাসপাতাল ও তারই সঙ্গে চিকিত্সক দল পৌঁছে দেবে, সঙ্গে যাচ্ছেন একদল মনোবিশারদ ও “সেন্ট্রোস্পাস” নামের দলের ত্রাণ কর্মীরা.
ফিলিপাইনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর সমর্থন করেছে যে, ফিলিপাইনের গোটা কেন্দ্রীয় অঞ্চল দিয়ে যাওয়া“হাইয়ান” সুপার-টাইফুনের ফলে শুধু ভিসাই দ্বীপপুঞ্জের পূর্বাংশেই নিহত হয়েছে দেড় হাজারেরও বেশি লোক.
ফিলিপাইনে শক্তিশালী টাইফুন ‘হাইয়ানের’ আঘাতে বহু মানুষের প্রাণহানির ঘটনায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। রোববার ক্রিমলিন থেকে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে এ সংবাদ জানানো হয়।
ফিলিপাইনে ঘূর্ণিঝড় ‘হাইয়ান’-এর আঘাতে অন্তত ১০০ মানুষ নিহত হয়েছে। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
লেইতি দ্বীপের তাকলোবান শহরে সবচেয়ে মানুষ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে বলে দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
স্থানীয় পুলিশের সূত্র ধরে ফ্রান্স প্রেস সংবাদসংস্থা জানাচ্ছে যে, ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে সোমবার মন্দিরে ভীড়ের চাপে মৃতের সংখ্যা এখনো পর্যন্ত ১০৯ জনে গিয়ে পৌঁছেছে. প্রাপ্ত সর্বশেষ খবর অনুযায়ী আরও ১৩৩ জন জখম হয়েছে.