কায়রোয় রাষ্ট্রপতি মহম্মদ মুর্শির সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫-এ গিয়ে দাঁড়িয়েছে. মিশরের স্বাস্থ্যরক্ষা মন্ত্রক প্রদত্ত তথ্য অনুযায়ী চারশোরও বেশি মানুষ রাষ্ট্রপতি ভবনের আশেপাশে আহত হয়েছে. সংবিধানে আনা নতুন সংশোধনী, যা মুর্শিকে অতিরিক্ত আইনগত ক্ষমতা দেবে, তার বিরূদ্ধে বিরোধীরা আন্দোলনে নেমেছে.