মিশরে সামরিক শাসক কর্তৃপক্ষের হাজার হাজার সমর্থক সর্বোচ্চ সামরিক পরিষদের কোনো সদস্যকে রাষ্ট্রপতির পদে মনোনয়ন দেওয়ার দাবী জানাচ্ছে. আজ দেশের জাতীয় দূরদর্শন চ্যানেল এই খবর দিয়েছে. কায়রোয় সামরিক বাহিনীর সমর্থকদের জনসভা সংগঠিত হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় ভবনের কাছে শনিবারে আয়োজিত বিরোধীদের সারা দেশব্যাপী ধর্মঘটের প্রত্যুত্তরে. বিরোধীরা অবিলম্বে দেশের শাসনভার অসামরিক লোকেদের হাতে তুলে দেবার দাবী করছে.