রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের না হওয়া পাকিস্তান সফর ও ২রা অক্টোবর হবে বলে আগে ঠিক হওয়া “দুশানবে চতুষ্টয়” (রাশিয়া, পাকিস্তান, আফগানিস্তান, তাজিকিস্তান) শীর্ষবৈঠক মুলতুবি হওয়া ইসলামাবাদে প্রবল সমালোচনার ঝড় তুলেছে – বিশেষ করে পাকিস্তানের সংবাদ মাধ্যমেই.