পাকিস্তানের সামরিক বিচারালয় পাঁচ জন উচ্চ পদস্থ সামরিক অফিসারের বিরুদ্ধে রায় ঘোষণা করেছে. ব্রিগেডিয়ার জেনারেল আলি খানের পাঁচ বছরের হাজত বাসের শাস্তি হয়েছে – পাকিস্তানের সেনা বাহিনীর চারজন মেজর, যাঁরা তাঁর অধীনস্থ, তাঁদের দেওয়া হয়েছে দেড় থেকে তিন বছর মেয়াদের হাজত বাসের শাস্তি.