ব্রিটেনের ডেইলি টেলিগ্রাফ সংবাদপত্রে বেরিয়েছে যে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্যারাট্রুপার বাহিনীর সৈন্য ডি. বি. গ্র্যাডি ও সাংবাদিক মার্ক আম্বিনডার, দ্য কম্যান্ড: ডিপ ইনসাইড দ্য প্রেসিডেন্টস সিক্রেট আর্মি নামে যে বই সদ্য প্রকাশ করেছেন, তাতে বলা হয়েছে যে, ২০০৫ সালে কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবল ভূমি কম্পের সময়ে চিকিত্সা ও নির্মাণ কর্মীর ছদ্ম বেশে অনেক সিআইএ গুপ্তচরকে পাকিস্তানে ঢুকিয়ে দেওয়া হয়েছিল.