পাকিস্তানের করাচী শহরের কাছে নৌবাহিনীর বিমান ঘাঁটি 'মেহরান' আক্রমণে এই কথাই প্রমাণিত হয় যে, সন্ত্রাসবাদীরা এই দেশে ও দেশের বাইরে বহুল প্রসারিত ও বিপজ্জনক সব অপারেশন করার জন্য মতলব করছে. "আমরা খুবই মনোযোগ দিয়ে পরিস্থিতিকে লক্ষ্যে রেখেছি এবং সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থাই নিচ্ছি. আমাদের সমস্ত বাহিনীই তৈরী রয়েছে নিয়মিত ভাবে", এই কথা বলেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী আরাক্কাপারামবিল এন্টনি.