মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা এই চলে যাওয়া সপ্তাহের শেষে নতুন প্রশাসনের প্রধান দায়িত্বভার গুলি ভাগ করে দেওয়া শেষ করেছেন. তাঁর ক্যাবিনেটের, মনে হচ্ছে এবারে বেশী করেই উপস্থিত বুদ্ধি সম্পন্ন ও বাস্তব ভারসাম্যের ধারণা আছে এমন সব মানুষ বেড়েছে. নতুন মুখ হয়েছে পররাষ্ট্র দপ্তর, অর্থমন্ত্রক, পেন্টাগন ও সিআইএ সংস্থার প্রধানদের.