মাদক পাচার ও এই সমস্যার অবমূল্যায়ণ বিশ্ব অর্থনৈতিক সঙ্কটের একটি কারণ হয়েছে. রাশিয়ার মাদক পাচার নিয়ন্ত্রণ পরিষেবার প্রধান ভিক্টর ইভানভ এই রকমই মনে করেন. গত সপ্তাহে দাভোস বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে প্রথমবার মাদক পাচারের প্রশ্ন নিয়ে আলোচনা হয়েছে. দাভোস সম্মেলনে মাদক নিয়ন্ত্রণ পুলিশের উদয় এখানের নিয়মিত সদস্য অর্থনীতিবিদ ও ধনিক বর্গের জন্য কম বিস্ময়ের কারণ হয় নি.