গত কয়েক দিনের মধ্যে খবরের শিরোনামে এসেছে আন্টার্কটিকা. চাঞ্চল্যকর খবর যে, রুশ গবেষকরা বৃহত্তম হিমশিলা আবৃত হ্রদ ভস্তকের জল তলে পৌঁছতে পেরেছেন, তা সমগ্র বৈজ্ঞানিক সমাজকেই জাগিয়ে দিয়েছে. দ্বিতীয় খবর হতে পারে বিশ্বের বিজ্ঞানীদের জন্য ততটা গুরুত্বপূর্ণ নয়, তবুও আন্টার্কটিকা এলাকায় কাজ করা লোকদের জন্য গুরুত্বপূর্ণ: এখানে সেন্ট পিটার্সবার্গের বিখ্যাত রুশ জাদুঘরের ভার্চুয়াল শাখা খোলা হয়েছে.