ইজিপ্ট পররাষ্ট্র নীতিতে প্রাথমিক বিষয় গুলিকে সংশোধন করছে. রাষ্ট্রপতি মুহাম্মেদ মুর্সি তাঁর প্রথম রাষ্ট্রীয় সফর করতে চলেছেন এক ঐস্লামিক রাষ্ট্র নয় এমন দেশে – চিনে (২৮ – ৩০ আগষ্ট). এটা হতে চলেছে পূর্ববর্তী ইজিপ্টের নেতৃত্বের ঐতিহ্যের বদলে, যা অনেকটাই মার্কিন যুক্তরাষ্ট্রের ও পশ্চিমের দেশ গুলির সঙ্গে সম্পর্ক বৃদ্ধির দিকেই অনেকখানি লক্ষ্য করে থাকত. মুহাম্মেদ মুর্সির সফরকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়েছে.