নিউইয়র্ক শহরে সোমবারে স্যাণ্ডি নামের ঘূর্ণিঝড়ের ভয়ে সমস্ত বৈঠক ও অধিবেশন মুলতুবি রাখা হয়েছে, খবর দিয়েছে রাষ্ট্রসঙ্ঘের তথ্য দপ্তর. তাদের খবর অনুযায়ী সদর দপ্তরের কাজকর্ম মঙ্গলবারেও বন্ধ থাকতে পারে. নিউইয়র্কে এই ঝড়ের কারণে স্কুল কলেজ বন্ধ, রাস্তায় সরকারি পরিবহনও নামছে না, সমুদ্রের পার এলাকা ও নীচু জমি জায়গা থেকে বাধ্যতা মূলক ভাবে সকলকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে.