মঙ্গলবারে সিরিয়ার বিষয়ে রুদ্ধদ্বার বৈঠক হতে চলেছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে আরও একবার. প্রতিবাদকে নীরব করিয়ে দেওয়ার জন্য সিরিয়ার সরকারের নৃশংস কাজকে নিন্দা করে যে কোন সিদ্ধান্ত নেওয়া হবে তার সম্ভাবনা বাদ দেওয়া যায় না. এই দলিল তৈরী করেছে ফ্রান্স, গ্রেট ব্রিটেন, জার্মানী ও পর্তুগাল ও তা নিরাপত্তা পরিষদের প্রথম অধিবেশনের সময়ে সোমবারে প্রচার করা হয়েছিল.