আগামী ২৬-২৭ মার্চ ব্রিকস গোষ্ঠীর পঞ্চম শীর্ষ সম্মেলন সম্পূর্ণ অর্থেই নতুন সর্ব বিষয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জোট গঠনের শুরু হতে পারে. তার ওপরে বিশ্বের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি দাবী করেছে জরুরী ভিত্তিক নবীকরণের. ব্রিকস সম্মেলন, যাতে অংশ নিতে চলেছেন ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন ও দক্ষিণ আফ্রিকার প্রধানরা, তা হবে দক্ষিণ আফ্রিকার ডারবান শহরে.