মায়ানমার চিনকে মালাক্কা প্রণালীতে মার্কিন প্রবাল প্রাচীর গুলি এড়িয়ে যেতে সাহায্য করবে. বেজিং ঘোষণা করেছে যে, মে মাসের শেষে ভারত মহাসাগর থেকে মায়ানমার – চিন সীমান্ত অবধি খনিজ তেল ও গ্যাসের পাইপ লাইন ব্যবহারের উপযুক্ত করে তৈরী হয়ে যাবে. এই ঘোষণা করা হয়েছে মায়ানমারের রাজধানী নেইপিডো শহরে প্রথম রাউন্ডের দ্বিপাক্ষিক পরামর্শের পরে. এই পরামর্শ করেছেন সামরিক বাহিনীর লোকরা.