আন্তর্জাতিক অপরাধ আদালতের(আইসিসি) যে ৪ জন প্রতিনিধিকে লিবিয়া সরকার আটক করেছে তাদের মুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে. আটককৃতদের মধ্যে ১ জন হলেন হল্যান্ডে নিযুক্ত রুশ দূতাবাসের সাবেক রাষ্ট্রদূত আলেকসান্দার খাদাকোভ. উল্লেখ্য, লিবিয়ার জিনতান শহরের একটি কারগারে বন্দি থাকা সে দেশের সাবেক নেতা মুহাম্মর গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলামের সাথে সাক্ষাত করার পরই আইসিসি'র ওই ৪ প্রতিনিধিকে আটক করা হয়.