ইজিপ্টের ঐতিহাসিক উত্তরাধিকারের উপরে যে বিপদ ঝুলে রয়েছে, তা এক আচমকা মোড় নিয়েছে. ইজিপ্টের সরকারি তথ্য সংস্থা মেনা জানিয়েছে, দেশ থেকে গামাল আবদেল নাসেরের ব্যক্তিগত জিনিষপত্র ও দলিল নিয়ে চলে যাওয়া আটকানো সম্ভব হয়েছে. দুটি পোস্ট করা পার্সেলের ভিতরে, যাতে ঠিকানা দেওয়া ছিল সংযুক্ত আরব আমীরশাহীর, তাতে দেখতে পাওয়া গিয়েছে প্রাক্তন রাষ্ট্রপতির সামরিক পদক ও তাঁর বহু বিখ্যাত বক্তৃতার পাণ্ডুলিপি.