আসন্ন কয়েক দশকে মার্কিন যুক্তরাষ্ট্র মহাকাশে চীন ও রাশিয়া সহ একসারি দেশের কাছ থেকে বিপদের হুমকির সম্মুখীন হবে. মার্কিনী জাতীয় গোয়েন্দা দপ্তরের বার্ষিক রিপোর্টে আধুনিককালের বিপদের প্রসঙ্গে এই বক্তব্য পেশ করেছেন দপ্তরের প্রধান জেমস ক্ল্যাপার. তার কথায়, অন্যান্য দেশ মহাকাশে আমেরিকার আধিপত্য স্বীকার করে ও নিজস্ব স্ট্র্যাটেজি গড়ছে.