রাশিয়ার ত্রাণ কর্মীদের জন্য ২০১০ সাল ছিল বিশেষ বছর. ২৭ শে ডিসেম্বর সবচেয়ে পুরুষত্ব প্রমাণ যোগ্য ও ঝুঁকি জড়িত পেশার লোকেরা বিপর্যয় নিরসন মন্ত্রণালয় গঠনের ২০ বছর পালন করছেন. কুড়ি বছরের ত্রাণ ও উদ্ধারের কাজে এই মন্ত্রণালয়ের কর্মীরা মনে করেন দশ লক্ষেরও বেশী প্রাণ, যা তাঁরা বাঁচাতে পেরেছেন, সেটাই প্রধান সাফল্য.