রাশিয়া বহু মেরু বিশিষ্ট বিশ্ব পরিস্থিতিতে নিজেদের অবস্থানকে এক প্রধান প্রভাব ও শক্তি কেন্দ্র হিসাবে মজবুত করার কাজ চালিয়ে যাচ্ছে. রাশিয়ার রাজনীতির এক গুরুত্বপূর্ণতম দিক হয়েছে প্রাক্তন সোভিয়েত দেশ এলাকার রাষ্ট্র সমূহের মধ্যে সমাকলনের কাজ আরও গভীরে করা. এই বিষয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাত্সরিক কাজকর্মের ফলাফল নিয়ে আয়োজিত এক বড় সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেছেন রুশ পররাষ্ট্র প্রধান সের্গেই লাভরভ.