২০১২ সালকে বিশেষজ্ঞরা বলেছেন সন্ত্রাসবাদের স্থিতিশীলতার বছর.চরমপন্থী সংগঠন গুলির সক্রিয়তা সাধারণের চেয়ে বেশী হয় নি আর বিভিন্ন দেশের বিশেষ প্রতিরক্ষা বিভাগ গুলি জানিয়েছে, যে, তাদের পক্ষে সম্ভব হয়েছে পরিস্থিতিকে নিয়ন্ত্রণের মধ্যে আনার. একটাই কিন্তু খুবই জাজ্বল্যমান ব্যতিক্রম রয়েছে – সিরিয়া. সেখানে অন্তর্ঘাত শান্তিপ্রিয় জনগনের বিরুদ্ধে করা হচ্ছে অহরহ, কিন্তু পশ্চিমে সেটাকে দেখেও না দেখার ভাব করা হচ্ছে.