পাকিস্তান ও মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কের রিসেট বাটন টিপছে. দুই পক্ষই আবার করে স্ট্র্যাটেজিক আলোচনা শুরু করতে চলেছে, যা এর আগে ডেভিসের কাণ্ড ও পাকিস্তানের অ্যাবত্তাবাদে আমেরিকার বিশেষ বাহিনীর হাতে ওসামা বেন লাদেন ধ্বংসের কারণে থমকে গিয়েছিল. এই বিষয়ে নতুন করে সহমতে আসা সম্ভব হয়েছে মার্কিন কংগ্রেসের পররাষ্ট্র পর্ষদের প্রধান জন কেরি ও পাকিস্তানের নেতৃত্বের মধ্যে আলোচনা চলার সময়ে.