কায়রোর যাদুঘর থেকে আটটি অমূল্য বস্তু চুরি হয়ে গেছে, তার মধ্যে ফারাওন তুতানখামেন এর মূর্তি রয়েছে. এই বিষয়ে সংবাদ দিয়েছে ফ্রান্স প্রেস সংবাদ সংস্থা, ইজিপ্টের পুরাতত্ত্ব বিষয়ক মন্ত্রী ইয়াহিয়া আব্বাসের ঘোষণা থেকে. তহরির ময়দানে এই যাদুঘর, যেখানে গত কিছুদিন ধরে জন বিক্ষোভ চলছিল.