আন্তর্জাতিক সমাজের উচিত্ হবে ইরানকে নির্দিষ্ট সময় সীমার মধ্যে তাদের পারমানবিক পরিকল্পনা বন্ধ করার নির্দেশ দেওয়ার, বলা হয়েছে ইজরায়েলের স্ট্র্যাটেজিক প্রশ্ন ও গুপ্তচর বিভাগের মন্ত্রী ইউভাল শ্টাইনিত্স এর ঘোষণায়, যা প্রকাশ করা হয়েছে আলমা-আতা শহরে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ গুলি এবং জার্মানীর সাথে ইরানের আরও একটি আলোচনা সভা বিফল ভাবে শেষ হওয়ার পরে.