সিরিয়ার সঙ্কট চলাকালীণ গত দুই বছরের মধ্যে প্রথমবার দামাস্কাস এক প্রতিনিধি দল তৈরী করেছে, যাতে বিরোধী পক্ষের সঙ্গে আলোচনা শুরু করা যায়. তারা প্রত্যুত্তর দিতে তাড়াহুড়ো করছে না, প্যারিস ও লন্ডনের তরফ থেকে রাষ্ট্রপতি বাশার আসাদের বিরোধী পক্ষকে আরও অস্ত্র সরবরাহ করার ইচ্ছা প্রকাশে উত্সাহিত হয়েই আছে. ওয়াশিংটন সিরিয়ার সশস্ত্র বিরোধীদের সাহায্য করার এই পরিকল্পনা সমর্থন করেছে.