চিন ও মার্কিন যুক্তরাষ্ট্র ঐতিহ্য অনুযায়ী আলোচনার মঞ্চকে এবারে সক্রিয় করতে চেয়েছে, যাতে পরবর্তী সময়ে অর্থনৈতিক ক্ষেত্রে মতবিরোধ আগে থেকেই রোধ করা সম্ভব হতে পারে, এই আশা নিয়ে. ১৮-১৯ ডিসেম্বর ওয়াশিংটনে শুরু হতে চলেছে চিন-আমেরিকা ব্যবসা-বাণিজ্য পরিষদের বৈঠক. এটা বাণিজ্য ও অর্থনীতির ক্ষেত্রে একটি প্রথম আলোচনা চালু রাখার ব্যবস্থা. প্রথমবার তা সক্রিয় করা হয়েছিল সেই ১৯৮৯ সালে.