|
|
আংশিক ভাবে পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিয়ে চুক্তির আজ ৫ই আগষ্ট পঞ্চাশ বছর হল. বহু বছর ধরে আলোচনার পরে মস্কো শহরে সোভিয়েত দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র ও গ্রেট ব্রিটেনের প্রতিনিধিরা এই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন. এই চুক্তি, যাকে “মস্কো চুক্তি” বলা হয়ে থাকে, তা পরীক্ষামূলক ভাবে পারমাণবিক বিস্ফোরণ বন্ধ করার ব্যবস্থা করেছিল আবহাওয়াতে, মহাকাশে ও জলের নীচে.