সাতাশতম বিশ্ব গ্রীষ্ম ইউনিভার্সিয়াড শুরু হতে একশ দিন বাকী রয়েছে, ছাত্র ক্রীড়া প্রতিযোগিতার আগুন এবারে ইয়াকুত্সক শহরে এসে পৌঁছেছে. সেখানে রাশিয়া জুড়ে এই আগুন বয়ে নিয়ে যাওয়ার তৃতীয় অধ্যায় চলছে. শুরু হয়েছিল ভ্লাদিভস্তকে, আর শেষ হবে জুলাই মাসের শুরুতে ইউনিভার্সিয়াডের রাজধানী কাজান শহরে.