ব্লুমবার্গ সংবাদসংস্থা জানাচ্ছে, যে গুগুল ফেডারেল ট্রেড কমিশনের অভিযোগ মেনে নিয়ে রেকর্ডসংখ্যক জরিমানা – ২ কোটি ২৫ লক্ষ ডলার দেবে. গুগুলের বিরূদ্ধে ব্রাউজার সাফারির মাধ্যমে অ্যাপেলের ইউজারদের অনুধাবন করার অভিযোগ করা হয়েছে. এটা ফেডারেল ট্রেড কমিশন আরোপিত কোনো কোম্পানীর বিরূদ্ধে ইতিহাসে সবচেয়ে বড় জরিমানা.