×
South Asian Languages:
আধুনিকীকরণ, 1 আগষ্ট 2011
আর দুই সপ্তাহ বাকী জেনেভা শহরের হ্রদে গভীর জলের মীর জল যানগুলির অভিযান শেষ হওয়ার. দুই মাস ধরে রাশিয়ার এই গভীর জলে ডুবে কাজ করার ক্ষমতা সম্পন্ন মানুষ চালিত যান গুলি, সুইজারল্যান্ড ও ফ্রান্সের সীমান্তে অবস্থিত কেন্দ্রীয় ইউরোপের একটি অন্যতম গভীর হ্রদে নেমে কাজ করছিল. এই গবেষণার প্রধান কাজ ছিল – হ্রদের পরিবেশ পরীক্ষা করে দেখা.
অভিবাসনের প্রক্রিয়া গুলিকে থামানো সম্ভব নয়. শুধুমাত্র গত ২৫ বছরেই বিশ্বে অভিবাসিত লোকেদের সংখ্যা হয়েছে দ্বিগুণ. আগামী দশ বছরে এর সংখ্যা আরও বাড়বে দ্বিগুণ, এক দিকে এটা অবশ্যই সেই সমস্ত দেশের জন্য লাভজনক, যেখান থেকে চলে যাওয়া হচ্ছে, আবার অন্য দিকে যে সমস্ত দেশে এই চলে যাওয়া লোকেরা আসছেন তাদের ও লাভ হচ্ছে, যেমন হচ্ছে অভিবাসিত লোকেদের.
কোরিয়া উপদ্বীপ অঞ্চলের পারমানবিক সমস্যা নিয়ে সংক্ষিপ্ততম সময়ের মধ্যেই কোন রকমের প্রারম্ভিক শর্ত ছাড়াই উত্তর কোরিয়া ছয় পক্ষের আলোচনা আবার শুরু করতে তৈরী হয়েছে. এই বিষয়ে সোমবার উত্তর কোরিয়ার পররাষ্ট্র দপ্তর বিজ্ঞপ্তি জারী করেছে. মন্ত্রণালয়ের প্রতিনিধি ঘোষণা করেছেন যে, উত্তর কোরিয়া চুক্তি অনুযায়ী সমস্ত পারমানবিক পরিকল্পনা গুটিয়ে নিতে রাজী আছে, যদি আলোচনার অন্যান্য পক্ষও চুক্তি অনুযায়ী কাজ করে.
মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির প্রশাসন এবং কংগ্রেসের নেতারা রাষ্ট্রীয় ঋণের সীমা বৃদ্ধি এবং দুই পর্যায়ে রাষ্ট্রীয় খরচ হ্রাস সম্বন্ধে কাঠামো ভিত্তিক সমঝোতায় এসেছেন. রাষ্ট্রীয় ঋণের সীমা ১৪.৩ লক্ষ কোটি ডলারের উপরে বাড়ানো হবে. আগামী ১০ বছরে দুই পর্যায়ে রাষ্ট্রীয় খরচ প্রায় ২.৫ লক্ষ কোটি ডলার হ্রাস সম্পর্কে প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31
আগষ্ট 2011
ঘটনার সূচী
আগষ্ট 2011
6
11
13
14
20
21
26
27
28
30