সোচী শহরে ২০১৪ সালের শীত অলিম্পিকের আগের মশাল দৌড়ের মশাল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নিয়ে যাওয়া হবে, তার সঙ্গে এটা আবার উন্মুক্ত মহাকাশেও বের করা হবে. তা একে অপরকে আনুষ্ঠানিক ভাবেই হস্তান্তর করবেন দুই রুশ মহাকাশচারী ওলেগ কোতভ ও সের্গেই রিয়াজানস্কি, যাঁরা সেপ্টেম্বর মাস থেকে এই স্টেশনের অভিযাত্রীদের মধ্যে থাকবেন.