বর্তমানের অর্থনৈতিক সঙ্কটকে “রেডিও রাশিয়াকে” দেওয়া এক সাক্ষাত্কারে রাশিয়ার রাষ্ট্রপতির পরামর্শদাতা অর্থনীতিবিদ ও রুশ বিজ্ঞান একাডেমীর অ্যাকাডেমিশিয়ান সের্গেই গ্লাজেয়েভ “টাঁকশালের যুদ্ধ” বলেই সংজ্ঞা দিয়েছেন. বাজারে অর্থনীতির সঙ্কটের সময়ে এলোমেলো অর্থের পরিমান প্রভূত, কারণ সেগুলির কোথাও কাজে লাগার উপায় নেই, তাদের মূল্য হ্রাস হচ্ছে.