রাশিয়াতে অলিম্পিকের আগুন বৈকাল হ্রদের গভীরে, ইউরোপের সবচেয়ে উঁচু পাহাড় এলব্রুসের চূড়ায়, উত্তর মেরুতে ও এমনকি মহাকাশেও পরিক্রমা করবে. আগামী বছরের ৭ই অক্টোবর থেকে শুরু হবে অলিম্পিকের এক মুখ্য প্রতীকের রিলে দৌড়. সোচী – ২০১৪ আয়োজক কমিটি আশ্বাস দিয়েছে যে, এটি হবে অলিম্পিক আন্দোলনের সমস্ত সময়কালের মধ্যে সবচেয়ে প্রসারিত রিলে দৌড়.