রাশিয়ার রাষ্ট্রীয় কর্পোরেশন ‘রসঅ্যাটম’ পৃথিবীতে সবচেয়ে সঠিক ঘড়ি বানানোর প্রতিযোগিতা ঘোষণা করেছে. তাত্ত্বিকগত ভাবে ঐ ঘড়ি সেকেন্ডের জন্যেও বিশ্বের গোটা অস্তিত্ত্বের ইতিহাসের প্রেক্ষাপটে লেট করবে না. খুব সম্ভবতঃ, জাতীয় নিউক্লিয়ার গবেষণা ইনস্টিটিউটের বিশেষজ্ঞরাই এই কাজে যোগ দেবেন. ঐ প্রকল্প বাস্তবায়িত করার জন্য অপরিহার্য যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ ইনস্টিটিউটের আছে.