রাষ্ট্রসঙ্ঘের “সহস্রাব্দের নতুন লক্ষ্য” পরিকল্পনার প্রথম অধ্যায় শেষ হওয়ার জন্য বাকী রয়েছে ১০০০ দিন. ২০০০ সালে এক সিদ্ধান্ত ঘোষণা গ্রহণ করে একটি মুখ্য কাজ বলে বলা হয়েছিল চরম নিঃস্বতা অতিক্রম করাকে – সেই পরিস্থিতিকে, যখন বিশ্বের বহু কোটি মানুষ দারিদ্র সীমার নীচে বাস করছেন.